header banner

Arvind Kejriwal : কারাগার থেকে মুক্তি কেজরিওয়ালের 

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিল্লির 'আপ' নেতা কর্মীদের কাছে সুখবর। শুক্রবার প্রথম পর্বেই সুপ্রিম কোর্ট (Supreme Court ) মঞ্জুর করে কেজরিওয়ালের (Arvind Kejriwal) অন্তর্বর্তীকালীন জামিন। শুক্রবার (১২ জুলাই), বিচারপতি সঞ্জীব খান্নার (Sanjeev Khanna) নেতৃত্বাধীন বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিল। কাজেই, খুব তাড়াতাড়ি তিনি তিহাড় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

{link}

শুধু তাই নয়, ইডির (ED) তাঁকে যে গ্রেফতার করেছে, সেই গ্রেফতারিকেও চ্যালেঞ্জ করেছিলেন কেজরিওয়াল। এই আবেদনটি এদিন এক বড় বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে শীর্ষ আদালত। কেজরিওয়াল জামিন পাওয়ায়, স্বাভাবিকভাবেই চাপ বাড়ল ইডির উপর। বিরোধী সমস্ত রাজনৈতিক দল ইডিকে পক্ষেপাতদুষ্ট বলে আগেই অভিযোগ জানিয়েছিল। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে গত ১০ মে সুপ্রিম কোর্ট আপ নেতাকে প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল।

{link}

সে সময় আদালত তাঁর উপর বেশ কয়েকটি শর্ত আরোপ করে জামিন দিয়েছিল। এবং ভোট শেষে গত ২ জুন তিহার জেলে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এদিন কেজরিওয়ালের তরফে আদালতে হাজির হয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের সপক্ষে যুক্তি হিসেবে ইডি এখন যেসব তথ্য হাজির করছে, গ্রেফতারের সময় তারা সেসব পেশ করেনি। এবার দেখার জামিন পেয়ে কোন পদক্ষেপ নেন কেজরিওয়াল। স্বাভাবিক কারণেই কেজরিওয়ালের জামিনে খুশি ইন্ডিয়া জোট। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কেজরিবালকে শুভেচ্ছা জানানো শুরু হয়েছে।

{ads}

News Breaking News West Bengal Delhi CM Arvind Kejriwal ED Court Sanjeev Khanna Justice Judgement released Supreme Court arrested India Alliance Politics Politician সংবাদ

Last Updated :