header banner

নয়া পদ্ধতিতে শহরে শুরু হল এটিএম জালিয়াতি

article banner

ফের কলকাতায় এটিএম জালিয়াতি। এটিএম লুঠের নয়া পন্থা ৷ দিল্লির পর এবার কলকাতার তিনটি এটিএম থেকে ব্যাংক কর্তৃপক্ষের নজর এড়িয়ে প্রায় 40 লাখ টাকা লুঠ করা হয়েছে ৷ তাও আবার এটিএম না ভেঙে ৷ একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে সংশ্লিষ্ট ব্য়াংক সার্ভার ও এটিএময়ের সংযোগ বিচ্ছিন্ন করে মোটা অংকের টাকা বের করে নেওয়া হচ্ছে ৷ আর এই অদ্ভুত উপায়ে জালিয়াতির জেরে চিন্তায় ব্যাঙ্ক কর্মীরা। 

{link}

সূত্রের খবর, জালিয়াতদের কাছে রয়েছে একটি গ্যাজেট, যার সাহায্যেই চলছে এই সমস্ত ভুতুড়ে কাণ্ড। অনুমান করা হচ্ছে, যে সংখ্যা টাইপ করা হচ্ছে আর তার থেকে দ্বিগুণ টাকা বেরিয়ে আসথে এটিএম মেশিন থেকে। এইরকম ঘটনার হদিশ মিলেছে কাশীপুর, নিউমার্কেট এবং যাদবপুরের তিনটি এটিএমে। তবে কারা এর নেপথ্যে রয়েছে বা কিভাবে কাজ করছে এই জালিয়াতদের গ্যাজেট তার হদিশ পেতে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা।  

{link}

তদন্তে নেমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা এবং ব্যাংক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা একাধিক সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন ৷ সেই আলোচনায় তাঁরা জানতে পেরেছেন, যত অংকের টাকা তোলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে মেশিনকে। তার থেকে কয়েক গুণ বেশি টাকা এটিএম থেকে বেরচ্ছে । জানা গিয়েছে, এটিএমের সফটওয়্যার জালিয়াতি করেই এই গোটা প্রক্রিয়াটি ঘটানো হচ্ছে ।

{link}

গত ৯ দিনে প্রায় ৪০ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে এটিএম থেকে। উত্তর কলকাতার কাশীপুর থানা এলাকা, মধ্য কলকাতার নিউমার্কেট থানা এলাকা এবং দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকা থেকে টাকা এই পদ্ধতিতে এটিএম লুঠ হয়েছে। নিউমার্কেটের একটি এটিএম থেকে এভাবে ১৮ লক্ষ ৮০ হাজার টাকা তোলা হয়েছে। যাদবপুর থানা এলাকার একটি এটিএম থেকে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা এবং কাশীপুর থানা এলাকার একটি এটিএম থেকে ৭ লক্ষ টাকা তোলা হয়েছে।

{ads}
 

ATM Bengali News Kolkata Khobor Lalbazar West Bengal 4th June India সংবাদ জালিয়াতি

Last Updated :