header banner

কলকাতায় প্রথমবার ইমিউনিটি মেলা!

article banner

বাগুইয়াটি অশ্বিনী নগর বন্ধুমহল ক্লাব এর একটি অভিনব উদ্যোগ। ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি মেলার, যে মেলার নাম ‘ইমিউনিটি মেলা’। যারা এই মেলাতে অংশগ্রহণ করবেন সেই সমস্ত মানুষদের কোনো স্টল এবং বিদ্যুতের পয়সা দিতে হবে না। এবং তারা সুলভে জিনিসপত্র বিক্রি করতে পারবেন । বর্তমান পরিস্থিতিতে মানুষের কথা ভেবেই তাদের এই সিদ্ধান্ত।  


বর্তমান সময়ে করোনা পরিস্থিতিতে এই মেলার আয়োজন করা হয়েছে। স্টল এবং বিদ্যুতের পয়সা ছাড়াও  অনেক জিনিসের উপরে ও ভর্তুকি দেওয়া হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। কোভিডের  সময় অনেক মানুষ কাজ হারিয়েছেন ।তাই এই সময় এমনই এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।অনেক মানুষকেই এখানে নতুন করে স্টল করতে দেওয়া হয়েছে। যেন তারা নতুন করে জীবিকা অর্জন করতে পারেন। বিশেষত যারা কৃষক আছেন তারাও যেন তাদের কাজের যথেষ্ট যোগ্য সম্মান পান সে বিষয়টিও দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। যার ফলে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আশ্বিনী নগর বন্ধুমহল ক্লাবের এই পদক্ষেপ প্রমান করল এখনও পৃথিবীতে মনুষ্যত্ব রয়েছে, তা হারিয়ে যায়নি। 

{ads}

Kolkata Covid-19 Immunity Fair 2020 Baguihati Ashwini Nagar Bandhu Mahal Club West Bengal India

Last Updated :