header banner

Firhad Hakim : নিহত সমীর গুহর বাড়িতে কলকাতার মেয়র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাকিস্তানপন্থী উগ্র ইসলামিক মৌলবাদীদের হাতে ২৬ জনের মৃত্যুর প্রতিবাদে সোচ্চার সারা দেশ। তিনজন বাঙালি পর্যটকের  মৃত্যু হয়েছে। তাদের একজন সমীর গুহ। কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলায় নিহত সমীর গুহর বাড়িতে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

{link}

কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটা কাপুরুষের মতো কাজ।” কেন্দ্রকেও নিশানা করলেন তিনি। যদিও তিনি বলেন নি যে এটা ইসলামী মৌলবাদীদের কাজ। এখনও পর্যন্ত জঙ্গি হানায় রাজ্যের তিন জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। বেহালার সমীরের পাশপাশি রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। এছাড়া পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র নামেও একজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। বিতানের বাড়ি পাটুলির বৈষ্ণবনগরে। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bnaerjee)।

{link}

এদিন সংবাদমাধ্যমকে ফিরহাদ বলেন, 'নিরীহ মানুষকে হত্যা করা কাপুরুষদের কাজ। যাদের অপদার্থতার কারণে এ ঘটনা ঘটেছে, তাঁদেরও আমি ধিক্কার জানাই। এখানে হিন্দু-মুসলিমের কোনও বিষয় নেই—এখানে ভারতীয় শহিদ হয়েছে। সন্ত্রাসের কোনও ধর্ম নেই, ধর্ম মানুষকে হত্যা করতে শেখায় না।' কিন্তু প্রশ্ন হচ্ছে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে সেকথা কিন্তু উল্লেখ করেন নি ফিরহাদ। ফিরহাদ আরও বলেন, 'আমরা ভেবেছিলাম, ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীর বদলে গেছে, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে। কিন্তু সেখানে সেনা-জওয়ান ছিল না। আর্মি কোথায় ছিল? গোয়েন্দারা কোথায় ছিলেন? এই অপদার্থতা কেন?'

{ads}

News Breaking News Firhad Hakim Pahalgam সংবাদ

Last Updated :

Related Article

Latest Article