header banner

উদ্যোগে প্রাণ জোগাতে শীর্ষ স্থানীয় নেতৃত্ব

article banner


রাজ্যজুড়ে বাম এবং কংগ্রেসের উদ্যোগে চলছে ধর্মঘট। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন বনধের সমর্থকেরা। কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে একজোট হয়েছেন দলের অনুগামীরা। এরই ধর্মঘটেই মল্লিক বাজার ক্রসিং এলাকায় দলের অনুগামীদের মাঝে উপস্থিত হলেন সিপিআইএম এর শীর্ষ স্থানীয় অনাদি কুমার সাহু।

বিভিন্ন ইস্যুতে ট্রেড ইউনিয়নের ডাকা বনধের সমর্থনে আজ মল্লিক বাজার ক্রসিং-এ বহু বাম কর্মী সমর্থকের জমায়েত দেখা যায়। সকাল থেকেই প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত থেকে বনধ বজায় রাখার তাগিদ চোখে পড়ছিল সমর্থকদের মাঝে। তাদের দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল শ্রমিকদের ১০০ দিনের কর্মসংস্থান এবং দেশ থেকে বেকারত্ব বিতাড়ন। এরই মধ্যে এই আন্দোলনে উৎসাহ দিতে সামিল হলেন অনাদি বাবু। কর্মী সমর্থকদের সাথে একজোট হয়ে বিভিন্ন দাবি স্লোগানের মাধ্যমে তুলে ধরলেন তিনি।{ads}

বনধের পরিস্থিতি সামাল দিতে এদিন মল্লিক বাজার ক্রসিং এলাকায় উপস্থিত ছিল কলকাতা পুলিশের এক বিরাট বাহিনী। সকাল থেকেই কড়া নজরদারির মধ্যে ছিল এই ক্রসিং এলাকা। তারই মাঝে সমর্থকদের মাঝে অনাদি বাবুর সামিল হওয়া নিশ্চিতরূপে মনোবল বাড়িয়ে তুলেছে উপস্থিত প্রত্যেক বামপন্থীদের।
 

Kolkata Strike Today strike Top Leaders Participate West Bengal Strike news all india strike 2020 all india strike today bharat bandh news today bharat bandh today bangla news news bangla howrah h

Last Updated :