header banner

West Bengal: অর্জুন সেনার ডাকে ৩ ঘন্টার কৃষ্ণনগর বন্ধ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কৃষ্ণনগরে তরুণীর মৃত্যু সহ ৫ দফা দাবি নিয়ে নদিয়ার কৃষ্ণনগরে অর্জুন সেনার ডাকে ৩ ঘন্টার কৃষ্ণনগর বন্ধ,ঘটনায় সকাল হতেই রেল অবরোধ করে বিক্ষোভ শুরু অর্জুন সেনার। নদিয়ার কৃষ্ণনগরে এই প্রথম কোনও অরাজনৈতিকভাবে বন্ধের ডাক দিয়েছে অর্জুন সেনা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠন।

{link}

পাঁচটি দাবি নিয়ে নদিয়ার কৃষ্ণনগরে সকাল ৯'টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল অর্জুন সেনা।সেরকমই  বন্ধকে সমর্থন করতে আজ সকাল হতেই কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন একাধিক হিন্দুত্ববাদী মানুষজন।এরপর তারা রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন সকাল ৭টা ৪ মিনিটের কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।

{link}

পরবর্তীতে রেল পুলিশ এসে তাদের সঙ্গে কথা বললে এবং সাধারণ মানুষ হয়রানি শিকার হলে তাদেরকে অনুরোধ করলে পরবর্তীতে তারা তাদের রেল অবরোধ তুলে নেয়।

{ads}

news breaking news West Bengal Krishnanagar dana cyclone weather report dana landfall সংবাদ

Last Updated :

Related Article

Latest Article