header banner

Kumbh Mela : কুম্ভমেলার স্পেশাল ট্রেনে হামলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মহামুম্ভ উপলক্ষে দেশের বিভিন্ন স্টেশন থেকে স্পেশাল ট্রেন যাচ্ছে প্রয়াগের দিকে। আর তেমনই একটা কুম্ভ স্পেশালে বাইরে দিয়ে হামলা চালালো কিছু দুষ্কৃতী। খবর পাওয়া যাচ্ছে, গুজরাটের সুরাট থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজগামী তাপ্তি গঙ্গা এক্সপ্রেসে হামলার ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের জলগাঁও এলাকায়। চলন্ত ট্রেন লক্ষ্য করে একাধিক পাথর ছোড়ে দুষ্কৃতীরা। আঘাতে ভেঙে যায় বি৬ কামরার জানালার কাচ।

{link}

ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে (Social Media) একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, জানালার একটি কাচ ভাঙ। পাথরের আঘাতের চিহ্ন স্পষ্ট। ভিডিওয় এক যাত্রীকে আতঙ্কিত কণ্ঠে বলতে শোনা যাচ্ছে, জলগাঁওয়ের কাছে ট্রেন লক্ষ্য করে প্রচুর পাথর ছোড়া হয়েছে। কে বা কারা এবং কারা এই কাজ করেছে তা এখনও প্রকাশ্যে আসে নি। তবে চিন্তিত রেল।

{link}

হামলার পরই ট্রেনে বাড়ানো হয়েছে রেল পুলিশের সংখ্যা। সংশ্লিষ্ট ট্রেনের ৪৫ শতাংশ যাত্রী মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যাচ্ছেন। কুম্ভমেলায় আতঙ্কের পরিবেশ তৈরির জন্যই এই হামলা নাকি এর থেকেও বড় কোনও ছক রয়েছে দুষ্কৃতীদের তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পিছনে হিন্দু বিরোধী কোনো মৌলবাদী গোষ্ঠীর হাত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

{ads}

news Breaking News Maha Kumbh Mela 2025 train attack সংবাদ

Last Updated :