header banner

KumbhMela 2025 : সকলের ভাগ্যে হয়তো কুম্ভস্নান লেখা নেই

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সকলের ভাগ্যে হয়তো কুম্ভস্নান (KumbhMela 2025) লেখা নেই। তাই চেষ্টা করেও অনেকেই সেই পুণ্য অর্জন করতে পারেন না। উদ্দেশ্য ছিল কুম্ভস্নান। কিন্তু প্রয়াগরাজে (Prayagraj) পৌঁছনোর আগেই ঝাড়খণ্ডের ধানবাদের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিমবঙ্গের (West Bengal) ছ’জনের।

{link}

এর মধ্যে তিন জন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার নলপা গ্রামের ও বাকি তিন জন হুগলির গোঘাট থানা এলাকার বাসিন্দা। গুরুতর জখম আরও তিন জনের চিকিৎসা চলছে ধানবাদের পাটলিপুত্র মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকে গেলো ঝাড়খন্ডের (Jharkhand) ধানবাদ (Dhanbad)। শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ধানবাদের কাছে রাজগঞ্জ সড়কে। ঘটনাস্থলেই মারা যান গড়বেতার প্রণব সাহা (৪২), তাঁর স্ত্রী শ্যামলী সাহা (৩৪)।

{link}

পরে মারা যান প্রণবের শ্যালিকা গোঘাটের সাতবেড়িয়ার বাসিন্দা পিয়ালি সাহা (৩২) ও গাড়ির চালক গোঘাটের ভাদুরের শেখ রজব আলি (৪৬)। পরে হাসপাতালে মৃত্যু হয় পিয়ালির মেয়ে আগমনী সাহা (৬) ও শ্যামলীর মেয়ে অন্বেষার (৫)। আশঙ্কাজনক অবস্থায় আছেন পিয়ালির স্বামী বছর তেতাল্লিশের বিশ্বরূপ এবং শ্যামলীর ছেলে বছর পনেরোর অমল। দুর্ঘটনার পরে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, ‘‘মৃতদেহ ফিরিয়ে আনতে পরিবারগুলিকে সবরকম সাহায্য করতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে।’’

{ads}

News Breaking News Dhanbad KumbhMela 2025 Car Accident Jharkhand সংবাদ

Last Updated :