শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : তৃণমূল নেতা কুনাল ঘোষ (Kunal Ghosh) শুধু রাজনৈতিক বিতর্কিত চরিত্রই নয়, তিনি এবার অভিনয় জগতেও বিতর্ক প্রবেশ করলেন। অরিন্দম শীলের রাজনৈতিক থ্রিলারে তৃণমূল মুখপাত্রকে দেখা যাবে বামনেতার চরিত্রে। এখবর চাউর হওয়ার পর থেকেই কৌতূহলী দর্শক। বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে ঠিক কেমন লাগবে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদককে?
{link}
হাজারো কৌতূহলের অবসান ঘটল মঙ্গলবার। ‘কর্পূর’ ছবির লোগো লঞ্চের অনুষ্ঠানেই প্রকাশ্যে কুণালের ‘অনিল বিশ্বাস’ লুক। তাঁর পাশাপাশি সামনে এল অন্য চরিত্রদের লুকও। নতুন এই জার্নি নিয়ে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “এক একটা চরিত্রের এক এক রকম বৈশিষ্ট্য। আমি এই বিষয়ে একদম নতুন। আমি নবাগত। ফলত আমাকে আমার পরিচালক গড়ে পিঠে নিচ্ছেন। আর আমার বন্ধু ব্রাত্য, সেও খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন আমাকে। আমি সেইমতো নিজেও অনুশীলন করছি। ভালোভাবে বারবার স্ক্রিপ্টটা পড়ছি।"
{link}
ফিল্মি দুনিয়ায় পা রাখলেও তাঁর সঙ্গে যে কারও প্রতিযোগিতা নেই, সেকথাও জানান তিনি। এছাড়াও তিনি আরও বলেন, “এই যে এতজন অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছেন, আমি এটাই দেখাতে চাই যে এদিক থেকেও ওদিকে যাওয়া যায়, পারফর্ম করা যায়। তবে এখানে আমার কারও সঙ্গে প্রতিযোগিতা নেই। আমি নবাগত। আমার পরিচালক যেন বলেন তিনি আমার কাজে সন্তুষ্ট। আমি নিজেও সন্তুষ্ট হতে চাই যে আমি ফাঁকিবাজি করিনি। আমি কখনও ফাঁকিবাজি করে কোনও কাজ করি না।"
{ads}