শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুনাল ঘোষ মানেই বিতর্ক। তবে এবার একটা দুসংবাদ। এই মুহূর্তে তিনি একটি বেসরকারি হসপিটালে ভর্তি। জানা যাচ্ছে, বাড়ির স্নানঘরে পড়ে গিয়ে ডান পা ভাঙল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। কোমর ও মাথাতেও চোট লেগেছে তাঁর। আহত অবস্থায় তাঁকে ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের অধীনে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার সকালে তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা যাচ্ছে। দু’বছর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কলকাতা রেফারি ক্লাবের মাঠে ফুটবল খেলতে গিয়ে বাম পা ভেঙেছিল কুণালের।
{link}
চিকিৎসকরা জানিয়েছেন, এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তৃণমূলের এই মুখপাত্রকে। তবে এদিনও হাসপাতালের বেডে শুয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন কুণাল। উত্তর কলকাতার গড়পার রোডের বাড়িতে সোমবার দুপুরে স্নানঘরে ঢুকেছিলেন কুণাল। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। চোটের গুরুত্ব অনুধাবন করে বাড়ির অন্য সদস্যেরাই তাঁকে দ্রুত নিয়ে যান সল্টলেকের ওই হাসপাতালে। স্ক্যান করে দেখা যায় প্রাক্তন সাংসদের মাথার চোট গুরুতর নয়, তবে পায়ে অপারেশন করতে হবে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কলকাতার বহু তৃণমূল নেতা ও সক্রিয় কর্মী, সংবাদজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীরা।
{ads}