header banner

Kunal Ghosh : “টাকার বিনিময়ে মিটিয়ে নিতে চেয়েছিলেন কুণাল”

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাক-যুদ্ধ সমানে চলেছে এই দুই পক্ষের। কেউ কাউকে ছাড়ছে না। তিলোত্তমার বাবার অভিযোগ কুনাল ঘোষ (Kunal Ghosh) তাকে ফোন করে টাকার বিনিময়ে তা মিটিয়ে নিতে বলেন। বুধবার মানহানির নোটিস সংক্রান্ত বিষয়টি নিয়ে তিলোত্তমার মা-বাবাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন তিলোত্তমার মা বলেন, “ওঁর মন আছে বলে মনে করি না। নামটাও মুখে নেব না।”

{link}

সাংবাদিকরা তিলোত্তমার মা-বাবাকে প্রশ্ন করেন, আপনারা তো বলছেন কুণাল ঘোষ সেটিং করতে গিয়েছিলেন সিবিআই (CBI)-এর কাছে। সঙ্গে সঙ্গে নির্যাতিতার মা-বাবা বলেন, “হ্যাঁ, আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টা নিয়েই তদন্ত হোক।” তিলোত্তমার বাবা বলেন, “কুণাল ঘোষ প্রচুর রকম মেসেজ করেন আমাদের। বিভিন্ন ধরনের মেসেজ করেন। আমরা ভুল পথে যাচ্ছি নাকি সঠিক পথে যাচ্ছি তার পরামর্শ দেন।”

{link}

এরপর সাংবাদিকদের প্রশ্ন, “আর টাকার বিষয়টি?” তখন তিলোত্তমার বাবা বলেন,”তার রেকর্ডিং আমার কাছে নেই, যেহেতু হোয়াটস অ্যাপ কল ছিল। তাই এই নিয়ে বলব না।” এরপর তিলোত্তমার মা আবার বলেন, “উনি আমাদের যে সব কথা বলেছেন… আমাদের একমাত্র মেয়ে চলে গেছে। আমাদের চোখে জল দেখে না… যেই সব কথা বলেছেন তার আইডিয়া নেই। ওঁর মান নেই, ওঁর হানি হয়েছে কি না জানি না।”

{ads}

 

News Breaking News Kunal Ghosh RG Kar Case Rape Case সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article