header banner

কুন্তল ঘোষ ও সায়নি ঘোষের অবৈধ সম্পর্ক ছিল, তদন্ত করা উচিত- বিস্ফোরক সৌমিত্র

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: রাজ্য রাজনীতিতে রাজনৈতিক নেতাদের পরস্পরের সম্পর্কে কুরুচিকর মন্তব্য নতুন কিছু নয়। সেই তালিকায় এবার নয়া বিতর্ক যোগ করলেন বিজেপি নেতা তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূল যুব নেতা, ই.ডি-র হাতে গ্রেফতার কুন্তল ঘোষ-রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপির সহ সভাপতি সৌমিত্র খাঁয়ের। শুক্রবার বাঁকুড়ায় তিনি বলেন, 'সায়নী ঘোষ নাচতে নাচতে অনেকের বিরুদ্ধে কেস করেন। কুন্তল ঘোষ-সায়নী ঘোষের মধ্যে 'কোন অবৈধ সম্পর্ক ছিল'। এই বিস্ফোরক মন্তব্যের পর বিষয়টি সম্পর্কে তদন্ত করে দেখা দরকার বলেও জানিয়েছেন তিনি জানান। যদিও তার এই মন্তব্য সম্পর্কে এখনও কোন প্রতিক্রিয়া আসেনি কুন্তল ঘোষ কিংবা সায়নী ঘোষের তরফে। তারা এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেন, এখন সেটাই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল। 

{ads}

news Kuntal Ghosh Sayooni Ghosh Soumitra Khan সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article