header banner

Purbasthali : কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ শ্রমিক

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কেরল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার পূর্বস্থলীর (Purbasthali) এক পরিযায়ী শ্রমিক। মোবাইল সুইচ অফ হয়ে থাকায়, ১২ দিন ধরে তার কোন সন্ধান পাচ্ছেন না পরিজন-রা। পূর্বস্থলী থানার পুলিশ কোন অভিযোগ নিতে চাইছেনা বলে বৃহস্পতিবার অভিযোগ করেন পরিবারের লোক। লিখিত অভিযোগ নেয়নি জিআরপিও। এদিকে দীর্ঘদিন বাড়ি না ফেরায় পরিবার পরিজনের মধ্যে কান্নার রোল উঠেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

{link}


নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে জানাগিয়েছে, নিখোঁজ বছর পঞ্চান্নর আব্দুল কারিকর পূর্ব বর্ধমান পূর্বস্থলী থানার পূর্বস্থলী পঞ্চায়েতের নতুন বাজারপাড়ার বাসিন্দা। তার স্ত্রী সহ এক ছেলে এক মেয়ে। অত্যন্ত দুস্থ পরিবার। বেশ কয়েক বছর আগে মেয়ের বিয়েও দিয়েছেন। এলাকায় কাজ কর্ম থাকায় শ্রমিকের কাজে কেরলায় গিয়েছিলেন আব্দুল কারিকর। সেখানে কোটেন থানা এলাকার লালিয়াঘরিতে কাজ করতেন। গত ২৭ অক্টোবর বাড়ি ফেরার উদ্দেশ্যে কোটেন রেলস্টেশন থেকে গুরুদেব এক্সপ্রেসে ওঠেন। যদিও তার শ্লীপার কোচের টিকিট কনফার্ম না হওয়ায় সেকেন্ড ক্লাসে চেপে বসেন।

{link}

তারপর থেকে মোবাইলে তিনবার স্ত্রী তারা বিবির সঙ্গে বাড়ি ফেরার বিষয়ে কথাও হয়। এরপর থেকে নাকি আব্দুলের মোবাইল সুইচ অফ হয়ে যায়। কোন ভাবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবার পরিজনেরা। আর এতেই পরিজনের আশঙ্কা করছেন সম্ভবত মেরে ফেলা হয়েছে আব্দুল কে, অথবা কেউ তাকা আটকে রেখেছে। স্ত্রী তারা বিবির দাবী, ওর কাছে মোবাইল, অরিজিনাল আধার কার্ড আছে। ফলে, সেই সুত্র ধরে আমাদের সঙ্গে কারো যোগাযোগ করা অসম্ভব হয়। খারাপটাই আশঙ্কা করছি। 
 

{ads}

News Breaking News Missing Purba Bardhaman West Bengal সংবাদ

Last Updated :