header banner

পরিচর্যার অভাব ও গাফিলতি, মৌশুনি দ্বীপে ধ্বংসের মুখে সৌরবিদ্যুৎ প্রকল্প

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: মৌশুনিতে ধ্বংসের মুখে সৌর বিদ্যুৎ প্রকল্প। রক্ষণাবেক্ষনে  অভাবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সৌর বিদ্যুৎ প্রকল্প। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত মৌশুনি দ্বীপের বাগডাঙ্গাতে একেবারেই ধ্বংসের মুখে সৌর বিদ্যুৎ প্রকল্প। এলাকা ঢেকেছে গাছগাছালিতে, কি হবে ভবিষ্যৎ? 

২০০০ সালে প্রথম মৌশুনির বাগডাঙ্গাতে শুরু হয় এই সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ। তারপর ২০০১ সালে তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মৌশুনীর বাগডাঙ্গাতে ৫৫ কিলো ওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। বেশ কিছুদিন পর মৌসুনির বালিয়াড়াতে ১১০ কিলো ওয়াটের আরো একটি সোলার প্রজেক্ট শুরু হয়। তারপর বেশ কয়েক বছর মৌশুনি দ্বীপবাসি ওই সৌর বিদ্যুৎ প্রকল্পের সুবিধাও পায়।

কিন্তু ধাক্কা আসে প্রাকৃতিক দুর্যোগে! আম্ফান ঝড়ে বালিয়ারার সৌর বিদ্যুৎ প্রকল্পটি একেবারেই নষ্ট হয়ে যায়। কিন্তু মৌসুনি বাগডাঙ্গার গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ৫৫ কিলোওয়াট এর সৌর বিদ্যুৎ প্রকল্পটি দীর্ঘদিন ধরে পরিচর্যার অভাবে বিকল হয়ে পড়ে রয়েছে। সময়ের গ্রাস ও পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে ওই সৌর বিদ্যুৎ প্রকল্পের বহু টাকার সামগ্রী।

একইসঙ্গে সৌর বিদ্যুৎ প্রকল্পের কারণেই মৌশুনি গ্রাম পঞ্চায়েতের বেশ খানিকটা জায়গা কার্যহীন হয়ে পড়ে রয়েছে যেটি মৌশুনি অন্যতম ক্রীড়া ময়দান অর্থাৎ খাসমূল ময়দানের সৌন্দর্যায়নে ব্যাপক বাধার সৃষ্টি করছে। কেন্দ্র সরকারের অপ্রচলিত শক্তি দপ্তরে বারংবার আবেদন করা সত্ত্বেও কোনরকম কাজ হয়নি। মৌশুনীর মানুষেরা পাচ্ছে না সৌরশক্তি সুবিধা। পঞ্চায়েতের তরফ থেকে সৌরশক্তির প্রকল্পের স্থানটিকে সংরক্ষণ করে গ্রামবাসীদের স্বার্থে বাজার করার পরিকল্পনা রয়েছে কিন্তু কেন্দ্রের অপ্রচলিত শক্তি দপ্তরের কাছ থেকে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত এই কাজ থমকে রয়েছে। যার বলে শঙ্কা দেখা দিয়েছে এই প্রকল্প, তার ভবিষ্যৎ এবং পারিপার্শ্বিক অঞ্চলকে ঘিরে। 

News South 24 Paragana West Bengal Solar Energy Project সংবাদ

Last Updated :