header banner

পিপিই কীটে লক্ষীপুজো

এবারের লক্ষীপুজোয় বিশেষ উদ্যোগ কলকাতার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের। এবারে তাদের লক্ষীপূজা হচ্ছে পিপিই কীট পরে। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং জনসাধারনকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন এবারের দূর্গাপূজো পালন করা হয়েছে সচেতনতা পালন করে তাই তারা লক্ষীপূজোর ক্ষেত্রেও একই ব্যাবস্থা গ্রহন করেছেন। 
প্রথম থেকেই প্রশাসন এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দর্শক সমাগম কোন মন্ডপে যেন বেশি না হয় সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছিল। দুর্গাপূজার পর এবার লক্ষ্মী পূজার সময়েও যেন কোন ক্লাবে বা কোথাও পূজামণ্ডপে জনসমাগম না হয় সেই দিকটাই খেয়াল রাখা হচ্ছে। তাই ঠাকুরের পুজোর ভোগ তৈরি করতে বেশকিছু জন সদস্যের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যারা এখানে সেই কাজের সাথে যুক্ত  তারা প্রত্যেকেই পিপিই কীট পরে ভোগ রান্না করেছেন এই ক্লাবে। তবে প্রত্যেক বছরের মতো এ বছর মহাসমারোহে না করে শুধুমাত্র কয়েকজন সদস্যের উপস্থিতিতে  হচ্ছে এ বছরের লক্ষী পূজো। পূজোর জন্য এই নতুন রকমের পোশাক মায়ের মানের মন কাড়তে সক্ষম হয় কিনা সেটাই এখন দেখার। 
{ads}

LakshmiPuja Covid19 ppe kit kolkata WestBengal Vivekanada Sporting Club

Last Updated :