header banner

লাল্টুর বন্ধু বিশ্বজিৎ কে মারতে গিয়েই লাল্টুকে খুন, সোনারপুরে ধৃত খুনের মাস্টারমাইন্ড

article banner

সুদেষ্ণা মণ্ডল , দক্ষিণ ২৪ পরগনা: গভীর রাতে সোনারপুরে শুটআউট-এ যুবকের খুনের ঘটনার কিনারা করল পুলিশ। কামরাবাদ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয়ছিল যুবকের দেহ। তাঁর হাতে ও পেটে ক্ষতচিহ্ন দেখেই খুন সন্দেহ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল ২ রাউন্ড গুলি, গুলির খোল। পুলিশের প্রাথমিক অনুমান, খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে। পরিবারের অভিযোগ, বন্ধুদের মধ্যেই কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। 

{link}
ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে। সিসিটিভি ফুটেজ দেখে খুনের কিনারা করে পুলিশ। এই ঘটনা মোট পাঁচজন যুক্ত রয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্তের নাম দ্বীপ হালদার। দ্বীপ  হল এই খুনের মাস্টারমাইন্ড। দুর্গাপূজার বিসর্জনের সময় লালটুর বন্ধু বিশ্বজিৎ সরকারের সঙ্গে ঝামেলা হয় দ্বীপের। সেই পুরানো আক্রোশের জেরে বিশ্বজিৎকে খুনের পরিকল্পনা করে দ্বীপ। এরপর সেই দিন রাতে বিশ্বজিৎকে মারার জন্য ওই বাড়িতে পৌঁছয় দ্বীপ ও তার সঙ্গীরা। সেখানে গিয়েই লালটুর সাথে ঝামেলা হয়। একজন গুলি চালায়। দ্বীপ ও তার সঙ্গীরা ভেবেছিল যে লালটু আহত হয়েছে। তারপর তারা ওই বাড়ি ছেড়ে চম্পট দেয়। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করেছে সোনারপুর থানার পুলিশ। দ্বীপকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত অধরা বাকি অভিযুক্তরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। দ্বীপকে বারুইপুর মহকুমার আদালতে পেশ করলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
{ads}

news Sonarpur Crime Murder West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article