header banner

ডায়মণ্ড হারবারে পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমানে নিষিদ্ধ মাদকদ্রব্য, আটক ২

article banner

সুদেষ্ণা মন্ডল, ডায়মন্ডহারবার: এলাকায় দিনের পর দিন বেড়ে চলেছে মাদক পাচার চক্র। নিষিদ্ধ মাদক সেবন করে এলাকায় বেড়ে চলেছে অপরাধ। এলাকায় ভিড় জমাচ্ছে মাদক কারবারিরা  এর ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে গ্রামবাসীরা।গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। নিষিদ্ধ মাদক উদ্ধার করতে তৎপর হয় পুলিশ প্রশাসন। ডায়মন্ড হারবারে এসডিপিও মিতুন কুমার দে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিষিদ্ধ মাদক উদ্ধার করতে তৎপর হয়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে , উস্তি থানার নাজরা এলাকায় এসডিপিও মিতুন কুমার দের নেতৃত্বে উস্তি থানার বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। পুলিশি অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক। পুলিশের জালে আটক হয় ২ মাদক কারবারি। 

{link}
এলাকার শান্তি বজায় রাখতে পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে গ্রামের মহিলারা। ডায়মন্ড হারবারে এসডিপিও মিতুন কুমার দে জানান,বেশ কিছু দিন ধরে উস্তি থানা এলাকায় মাথাচারা দিয়ে উঠেছিল নিষিদ্ধ মাদকচক্র। এরফলে এলাকায় অশান্তির ঘটনা ঘটছিল। এলাকায় নিষিদ্ধ মাদক কারবার বন্ধ করতে। গ্রামবাসীরা উস্তি থানাতে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায়। নিষিদ্ধ মাদক উদ্ধার করতে এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি এই অভিযানকে একাধারে যেমন সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা, তেমনি ফিরেছে মহিলাদের সাহস।
{ads}

news Diamond Harbour Drugs West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article