শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলার রাজনীতি যে কোন ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে তা আবার প্রমাণ করলো মেদিনীপুরের সদ্য প্রয়াত সুজিত ঘোষ। ২০১৮ পঞ্চায়েত নির্বাচন মৃত্যুর ইতিহাস তৈরী করেছিল। সেই পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের দুষ্কৃতীরা মাথায় কুঠার দিয়ে আঘাত করে ওই ব্যক্তির। তারপর থেকেই কোমায় ছিলেন সুজিত ঘোষ। ৬ বছর পর সোমবার তাঁর মৃত্যু হয়।
{link}
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের কথায় তাঁকে পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সুজিত ঘোষের চিকিৎসার ব্যবস্থা করা হলেও আঘাত গভীর হওয়ায় তাঁকে আর সুস্থ করা যায়নি। মৃত নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি। বিজেপি নেতার ছেলের অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার আবেদন বারবার পুলিশের পক্ষ থেকে এসেছে। এই মৃত্যু আবার প্রমাণ করলো ক্ষমতার অলিন্দে থাকা মানেই প্রচুর মধু সংগ্রহ। তার জন্য দু'একটা প্রাণ তাদের কাছে তুচ্ছ।
{link}
৬ বছর কাটলেও এখনও অধরা দুষ্কৃতীরা। মৃত নেতার পরিবারের একটাই দাবি, বিচার হোক। পুলিশ নিতান্তই অসহায়। খুব চাপ না পড়লে শাসক দলের কাউকে গ্রেফতার করার সাহস পুলিশ দেখায় না। মেদিনীপুর শহর সংলগ্ন কালগাং এলাকায় শোকের ছায়া। বিজেপির কর্মী সুজিত ঘোষের মৃত্যুতে শোকাহত গোটা এলাকা। সত্যি, বিচারের বাণী এখনো নীরবে কাঁদে।
{ads}