header banner

ডুয়ার্সে চা বাগান থেকে উদ্ধার চিতা বাঘের মৃতদেহ, চাঞ্চল্য

article banner

নিজস্ব সংবাদদাতা: প্রতিদিনের মতো কাজে যাচ্ছিলেন চা শ্রমিকরা। তারাই দেখতে পান চা বাগানের ভিতর একটি চিতা বাঘের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটলির অন্তর্গত চা বাগানে।এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনার খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বন কর্মীরা সংলগ্ন এলাকায় পৌঁছায়। এরপর তারাই ঘটনাস্থল থেকে চিতাবাগের দেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে অনুমানে মনে করা হচ্ছে বিষ প্রয়োগের কারণে চিতা বাঘেটির মৃত্যু হয়েছে। চিতা বাঘের মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, ময়না তদন্তে রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। 

{ads}

news Duars Tiger West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article