শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ডুয়ার্সের (Dooars) চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। রবিবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চুলসা চা বাগানে খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ। জানা গেছে, গত কয়েকদিন ধরেই চুলসা চা বাগান সংলগ্ন শ্রমিক মহল্লায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল।
{link}
এমনকি সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকায় ঢুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, শুকর। এরপর স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে দুইদিন আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়। এরপর এদিন ভোরে চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায় খাচা বন্দি হয়েছে চিতাবাঘ। এদিকে চিতাবাঘ খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।
{link}
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। বনর্কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। উল্লেখ্য, এর আগেও এই চা বাগানে চিতাবাঘের হানায় একাধিক শ্রমিক জখম হয়েছিলেন। সেইসাথে একাধিক চিতাবাঘ খাঁচাবন্দিও হয়েছে।
{ads}