header banner

CV Ananada Bose: রাজ্যপালকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি! বাড়ানো হলো নিরাপত্তা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সামনেই নির্বাচন। রাজ্যপালের সঙ্গে এমনিতেই রাজ্যের সম্পর্ক বেশ তিক্ত। সেই পরিস্থিতিতেই রাজ্যপালকে বোমায় উড়িয়ে দেবার হুমকি আসলো। সচেতন লালবাজার। বিস্তারিত খবর নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে ওই মেইলে লেখা ছিল ‘Will Blast Him’, অর্থাৎ তাঁকে উড়িয়ে দেওয়া হবে। এই মেইল পাওয়ার পরই প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয় এবং রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বৃহস্পতিবার রাজ্যপালের কাছে ওই হুমকি-ইমেলটি আসে। এরপর বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এরপরই রাতের মধ্যেই রাজ্যপালের নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ এবং সিআরপিএফ।

{link}

   সূত্রের খবর, এই প্রথমবার নয়, এর আগেও একইভাবে রাজ্যপালকে (CV Ananda Bose) হুমকি দেওয়া হয়েছিল। তবে এবার হুমকির ভাষা আরও গুরুতর হওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও এক বড় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, শুক্রবার তিনি কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই রাস্তায় হাঁটবেন। তাঁর কথায়, কলকাতার সাধারণ মানুষের উপর তাঁর ভরসা রয়েছে এবং তাঁরাই তাঁকে নিরাপত্তা দেবেন।উল্লেখ্য, রাজ্যপাল বর্তমানে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল আগেও একাধিকবার প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের উন্নতির জন্য কী কী প্রয়োজন, তা তুলে ধরে একটি ইস্তেহারও প্রকাশ করেন তিনি। রাজ্যপালের দাবি, এই উদ্যোগের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

{ads}

CV Ananada Bose News West Bengal Governor Governor Security Bengali News CRPF সংবাদ রাজ্যপাল রাজ্যপাল নিরাপত্তা

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article