header banner

Malda : বজ্রপাতে একদিনে মৃত, দশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রকৃতির কি যে আজব খেলা, কখন তাপপ্রবাহের জেরে মৃত্যু আবার কখনও বজ্রপাতে । বজ্রপাতে একদিনে দশ জনের মর্মান্তিক মৃত্যু। দুপুরে আচমকা বজ্রপাতের সহ বৃষ্টি মালদাহে।

{link}

এ বজ্রপাতের ফলে পৃথক পৃথক ঘটনাই একের পর এক দশ জনের মৃত্যু । তারি সাথে দুজন আহত হয়েছে। পুরাতন মালদার সাহাপুরে একসঙ্গে তিন জনের মৃত্যু। আম বাগানে আম কুড়ানো ও পাহাড়ার কাজ করার সময় বজ্রপাতের ফলে মৃত চন্দন সাহানি , রাজ মৃধা ও মনোজিৎ মন্ডল ।

{link}

অন্যদিকে গাজোলরের আদিনাতে আম বাগানে বজ্রপাতে মৃত একাদশ শ্রেণির ছাত্র অসিত সাহা । এছাড়াও মানিকজাকে এক বৃদ্ধের ও এক নাবালকের মৃত্যু হয়। তারি সাথে রথুয়া থানা এলাকায় সুমিত্রা মন্ডল জমিতে ধান কাটতে গিয়েছিল। বজ্রপাতের ঘটনায়  তার সাথে আহত হয় আরো দুজন ।আচমকা মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সমস্ত পরিবার জুড়ে। সাতজনেরই মৃতদেহ আনা হয়েছে  এবং আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

{ads}

News West Bengal Malda Lightning Monsoon Adina Gazole injured Died Manicktala Medical College Hospital Family Mango Garden সংবাদ

Last Updated :