header banner

SSC Case : আজ প্রকাশ অযোগ্যদের তালিকা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আজ অর্থাৎ শনিবার এসএসসি |(SSC) আযোগ্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে বলেই খবর। কিন্তু তাতে সমস্যা যে অনেকগুন বেড়ে যাবে তা বেশ ভালো মতো জানে এসএসসি। অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বর দিয়েই আজ, শনিবার দুপুর তিনটের পর তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি, তালিকা প্রকাশের পরে ফের মামলার আশঙ্কা করছে স্কুল সার্ভিস কমিশন।

{link}

সেই কারণেই আজ ফের তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত এসএসসির। নবম- দশমে ৯৯৩ এবং একাদশ – দ্বাদশের ৮১০ জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন বলে এসএসসি জানিয়েছিল আদালতে। সেই তালিকা প্রকাশের আগে আরো একবার যাচাই করবে এসএসসি। অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বর দিয়েই আজ, শনিবার দুপুর তিনটের পর তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।

{link}

পাশাপাশি, তালিকা প্রকাশের পরে ফের মামলার আশঙ্কা করছে স্কুল সার্ভিস কমিশন। সেই কারণেই আজ ফের তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত এসএসসির। সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল গত বৃহস্পতিবারই৷ সেই নির্দেশ মতো অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা আদালতে জানিয়েছিল এসএসসি৷ আজ, অযোগ্যদের সেই তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন ৷

{ads}

 

News Breaking News SSC Case সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article