শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ৬ বছরের অত্রি, যার ডাকনাম জো তার মহা বিপদ। সামনের দাঁত পড়ে গেছে। তার তো খুব অভিমান। এবার সে চিঠি লিখে ফেললো দাঁতের (teeth) কাছে। জলপাইগুড়ির (Jalpaiguri) স্টেশন রোডের বাসিন্দা অভ্রদীপ ঘটক, পেশায় ফিল্মমেকার (Filmmaker)। তাঁর ছয় বছরের ছোট্ট ছেলে অত্রি ওরফে জো।
{link}
বয়স আন্দাজে কথা বলাও শুরু করেছে। গোটা গোটা বাংলায় পেন্সিলে লিখছেও সে। কিন্তু সেই ছোট্ট অত্রি এখন সমস্যায়। কী সেই সমস্যা? বেশ কিছুদিন হল তার দুধের দাঁত পড়ে গিয়েছে। আর সেই নিয়েই কমবেশি ক্ষেপানো শুরু হয় তাকে। মজা করে মাঝেমধ্যেই ‘ফোকলা’ বলে ক্ষেপানো হচ্ছে। আর তাতেই তার অভিমান। সন্তানের জন্মের পর বাবা-মা ভালোবেসে নাম রেখেছিলেন অত্রি। বাড়ি ও পরিচিত মহলে অত্রি পরিচিত ‘জো’ হিসেবে। আর সেই ছোট্ট জো-ই এখন প্রবল সমস্যায়।
{link}
সেই সমস্যা নিয়ে ছোট্ট চিঠি লিখে ফেলেছে সে। আর সেই চিঠিই এখন ভাইরাল। কারণ, আর কাউকে নয়, দাঁতকে উদ্দেশ্য করে সে চিঠি লিখেছে। আর তাতেই অভিমান জমেছে তার মনে। বাবা-মাকে এই বিষয়ে বলেওছিল ছোট্ট অত্রি। কিন্তু তাঁরাও এই বিষয়ে কোনও সুরাহা করতে পারেননি। এরপরই দাঁতকে উদ্দেশ্য করে মাত্র তিনটে শব্দে চিঠি লিখে বসেছে সে। ‘দাঁত তাড়াতাড়ি এসো।’ এই লাইন লিখে বাবার কাছে যায় সে। পোস্ট অফিসে গিয়ে সেই চিঠি পোস্ট করতে বারবার বাবাকে অনুরোধ করে সে।
{ads}