header banner

India Book of Records : ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ছোট্ট তিথির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দেখে মনে হবে না কিন্তু এটাই বাস্তব | বয়স মাত্র দু’বছর আট মাস ৷ এর মধ্যেই অনেক কিছু তার মুখস্থ ৷ অনর্গল বলে যেতে পারে দেশ, জায়গা,  বাদ্যযন্ত্রের নাম ৷ এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে৷ নাম তিথি ঘোষ | এই ছোট্ট তিথির নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 9India Book of Records) ৷ মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছে তিথির বাবা-মা ৷

{link}

পুরাতন মালদা (Malda) পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকায় তিথির বাড়ি ৷ বাবা রনি ঘোষ পেশায় একজন ব্যবসায়ী (businessman) ৷ মা কাজরী ঘোষ হচ্ছেন গৃহবধূ ৷ সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল ৷ গত ১৪ জুন অনলাইনে সেই প্রতিযোগিতায় (competition) অংশ নেয় তিথি ৷ প্রতিযোগিতায় তাকে নয় ধরনের প্রশ্ন করা হয় ৷ তার মধ্যে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম, ফুল, পশু, জাতীয় পতাকা, জাতীয় ফুল, বিভিন্ন ধরনের শাকসবজির নাম ইত্যাদি ৷ প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় তিথি ৷ গত ৫ জুলাই তিথির বাবা রনিবাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয়, তাঁর মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে ৷ তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে ৷

{link}

ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে তিথি ৷ প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠাই ৷ ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয় ৷ এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয় ৷ ও কী কী পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয় ৷ এবার ওকে পাঁচটি দেশ, ফল, খেলার নাম বলতে বলা হয়৷ মেয়েকে বাংলা ও ইংরেজি ভাষায় মাসের নাম, সপ্তাহের  জিজ্ঞেস করা হয়৷ সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায় ৷ এর ১৫ দিন পর মেয়ে তার উপহার, মেডেল সব পেয়ে গিয়েছে ৷ ছোট্ট তিথির এই সাফল্যে খুব খুশি তিথির পরিবার |

{ads}

News Breaking News Malda West Bengal India Book of Records businessman housewife Online competition Tithi সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article