header banner

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাস,  হাওড়ার লিলুয়া থেকে গ্রেফতার ৪ বাংলাদেশী

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার লিলুয়া থেকে পুলিশের জালে ধরা পড়ল ৪ বাংলাদেশী। পুলিশ সূত্রের খবর এরা কোনও বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং বসবাস করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে লিলুয়া থানার পুলিশ চামরাইলের রামকৃষ্ণপল্লী থেকে এদের হাতেনাতে ধরে। প্রথমে এদের আটক করে থানায় আনা হয়। কিন্তু এরা পুলিশের কাছে কোনও বৈধ কাগজপত্র নথি দেখাতে না পারায় পুলিশ এদের গ্রেপ্তার করে। লিলুয়া থানা সূত্রে জানা গেছে, ধৃতেরা হলো সমীর বারুই(২৬), বিশ্বজিৎ রায় (২৮), নয়ন বিশ্বাস (২৩) ও রাজীব গাইন (২৩)।

{link}

পুলিশ এদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্টে মামলা শুরু করেছে। এই ঘটনার সাথে আর কেউ জড়িত নাকি, সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এরা কাদের মাধ্যমে এদেশে প্রবেশ করেছিল এবং কতদিন ধরে এখানে বসবাস করছিল তা সবই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। এইভাবে আরও কেউ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে বসবাস করছে কি না, সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ তিনদিনের হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে।

{ads}

news Howrah Liluah Bangladesh West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article