অবশেষে চালু হল লোকাল ট্রেন চলাচল। যাত্রীরা আবার ফিরে পেল আগের ছন্দে চলাফেরার সুযোগ। তবে, সব থেকেও কিছুর একটা অভাব রয়ে গেল। চলছে ট্রেন, সিটে চোখে পড়ছে যাত্রী। ট্রেনের কামরায় নেই শুধু কয়েকজনের পরিচিত ডাক। হ্যাঁ, কথা হচ্ছে হকারদের। যাদের গলার আওয়াজ চির পরিচিত যাত্রীদের কাছে। লোকাল ট্রেন চলাচল শুরু হবার পরেও তারা ফিরে পেলেন না তাদের জীবনের ছন্দ।
.jpeg)

শিয়ালদহ এবং হাওড়ার বিভিন্ন শাখার ট্রেন চালু হবার পরেও স্টেশন চত্ত্বরে পণ্য বিক্রি করার অনুমতি না পেয়ে বিক্ষোভ সৃষ্টি করেন শিয়ালদহ শাখার একদল হকার। আগামী দিনে তারা ট্রেনে উঠে হকারি করবে বলে জানিয়েছেন শিয়ালদহ শাখার হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বাপি ঘোষ। দীর্ঘ সাড়ে সাতমাস ধরে ট্রেন বন্ধ থাকার কারণে রোজগার বন্ধ ছিল স্টেশন চত্ত্বরের পণ্য বিক্রেতাদের। তাই, এই অবস্থায় স্তব্ধ হয়ে গিয়েছিল অনেকের জীবন। কেউ কেউ আবার আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন বলে জানিয়েছেন বাপি বাবু। রেল কতৃপক্ষকে এই অচলাবস্থার কথা জানিয়ে ডেপুটেশন জমা দেওয়ারভ সত্ত্বেও কোনো আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। তাই আর্থিক সমস্যা মেটাতে শেষমেশ এই পথ অবলম্বন করলেন তারা।

Last Updated : 4 years ago