header banner

জলপথ বন্ধ করে অবৈধ নির্মাণের অভিযোগে চাঞ্চল্য কুলপিতে, পুলিশের দ্বারস্থ স্থানীয়েরা

article banner

সুদেষ্ণা মন্ডল, কুলপি: জলপথ বন্ধ করে অবৈধ নির্মাণ ক‍রার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে । ইতিমধ্যেই বাধ্য হয়ে এই ঘটনায় কুলপি থানার দারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে এই অবৈধ নির্মাণ বন্ধ করার দাবিতে সরবও হয়ছেন তারা। সূত্রের খবর, স্বপন হালদার নামে স্থানীয় এক ব‍্যক্তি নিকাশি নালার উপর অবৈধ ভাবে বাড়ি তৈরি করছেন। যদিও এই বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া জানানো হয়নি। 

{link}
ওই নিকাশি নালা দিয়ে গ্রামের অধিকাংশ মানুষের বাড়ির পরিত্যক্ত জল যায়। হঠাৎ সেই নিকাশি নালা বন্ধ হলে গ্রামের মানুষ অসুবিধায় পড়বেন বলে মনে করছেন স্থানীয়রা। বর্ষার সময় জলপথ বন্ধ থাকলে এলাকায় জল জমার মত বড় সমস‍্যা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা । সেজন‍্যই এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রশাসনের সর্বস্তরে একথা জানানো হয়েছে। এর ফলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। এই  নিয়ে বিবেকানন্দ নাইয়া জানান, কুলপি গ্রাম পঞ্চায়েতের পিছনের এলাকায় এই সম‍স‍্যার সৃষ্টি হয়েছে। প্রতিবাদ করায় হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। এখন প্রশাসন কি ব‍্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে সকলে। দীপক বেরা নামের অপর এক ব‍্যক্তি জানান এভাবে হঠাৎ করে অবৈধ নির্মাণ হওয়ায় গ্রামবাসীরা প্রতিবাদ করছেন। কিন্তু কারোর কথায় কর্ণপাত করছেনা ওই ব্যক্তি । এখন দেখার প্রশাসন কি ব‍্যবস্থা নেয়।

{ads}

news West Bengal South 24 Paragana Illegal construction

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article