header banner

হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোড অবরোধ করেন স্থানীয়রা, অভিযোগ, রোজ রাতে হচ্ছে লোডশেডিং

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: একে এই গরম, তার উপর রোজ লোডশেডিং। অতিষ্ট বাসিন্দারা প্রায় ঘন্টা তিনেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। অভিযোগ, রাত হলেই প্রতিদিন হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গোটা এলাকায়। একদিকে চড়া গরম তারমধ্যে বিদ্যুৎহীন রাত্রিযাপন। পরপর তিনদিন ধরে এমন ঘটনায় এবার ধৈর্যের বাঁধ ভাঙল এলাকার মানুষের। রাতে রোজ লোডশেডিং এর প্রতিবাদে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোড অবরোধ করেন স্থানীয়রা। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা অবরোধের জেরে যানজট ছড়ায় কোন এক্সপ্রেসওয়েতেও। ঘটনাস্থলে আসে ব্যাঁটরা ও চাটার্জিহাট থানার পুলিশ। 
{link}
স্থানীয়দের অভিযোগ প্রতিদিন রাত ১১টা বাজলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ওই এলাকায়। সিইএসসি'কে জানালেও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। রবিবার গভীর রাত পর্যন্ত চলে অবরোধ। অবরোধে সামিল হন বাড়ির মহিলারাও। তারা বলেন যে ইলেক্ট্রিসিটির বিল তারা থিক সময়েই মিটিয়ে দেন, তবু এই ধরণের ঘটনা ঘটছে এবং সিইএসসি’র তরফ থেকে কনো সাহায্য মিলছে না। তারা এই সমস্যার সমাধানের দাবিতে তিব্র বিক্ষোভ দেখালেন।
{ads}

Howrah Load-shedding Heatwave News Strike সংবাদ

Last Updated :