header banner

Lok Sabha : দোরগোড়ায় লোকসভা নির্বাচন,উপস্থিত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দোরগোড়ায় লোকসভা নির্বাচন। সোমবার রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এদিন রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের সময় ধমক খেলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। তাঁর কাছে কমিশনের প্রশ্ন ছিল, সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশ কী বিনীত বলেন, একই টাইপের। এর পরেই বিরক্ত কমিশন সিপিকে বলেন, জেনে কথা বলুন, পার্থক্য বুঝুন। তারপরে বলুন।এদিনের বৈঠকে কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওভাবেই সিভিল ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না। একটাও বোমাবাজি ঘটনার কথা যেন শুনতে না হয়। প্রথম দফার আগেই কার্যকর করতে হবে জামিন অযোগ্য ধারা। তার আগে এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে কমিশনের কাছে। কমিশন এও জানিয়ে দিয়েছে, সমস্যা থাকলে বলুন। এখনের রিপোর্ট আর পরবর্তী রিপোর্ট যেন একই থাকে, আলাদা হলেই মুশকিল। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, যাঁরা সঠিকভাবে কর্তব্য পালন করতে পারছেন না, তাঁরা দায়িত্ব ছেড়ে দিন। কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন করতে হয়, কমিশন তা জানে। বোমাবাজি নিয়ে কোনও অভিযোগ এলে আমরা কিন্তু কাউকে ছাড়ব না। কলকাতা পুলিশের সিপির উদ্দেশে তিনি বলেন, যারা গন্ডগোল পাকানোর চেষ্টা করে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। 

{ads}

News Politics Lok Sabha Elections সংবাদ

Last Updated :