header banner

"দেখতে গোলগাল, নাদুসনুদুস, মেরুদণ্ড নেই" বালিতে নিরুদ্দেশ শুভেন্দুর ব্যানার তৃণমূলের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: "দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই"। এমন ব্যক্তির সন্ধান চাই। বালিতে নাম না করে শুভেন্দু'র উদ্দেশ্যে নিরুদ্দেশ ব্যানার তৃণমূলের। নাম না করে শুভেন্দু অধিকারীর কার্টুন ছবি দিয়ে নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন এলাকায়। বালিখাল, নিমতলা, বেলুড় বাজার সহ বালি এবং বেলুড় অঞ্চলের বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখতে পাওয়া গেছে। যেখানে ব্যানারের বাঁদিকে শুভেন্দু অধিকারীর কার্টুন চিত্র আর ডানদিকে নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা উল্লেখ করা হয়েছে। শুভেন্দু সম্বন্ধে নানা তির্যক মন্তব্য করা হয়েছে সেখানে। নিচে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল উল্লেখ করা আছে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ও পুরভোটের আগে ওই ব্যানার ঘিরে রাজনৈতিক মহলে চর্চা চলছে।

{link}
কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এহেন ব্যানার শুভেন্দুকে নিয়ে? তাও আবার হাওড়ার বালিতে! প্রশ্ন উঠছে এই বিষয়কে কেন্দ্র করেই। নিজেদের দলের অন্যতম শক্ত খুঁটিই এখন বিপক্ষের সর্বাধিক শক্তিশালী রাজনৈতিক দলের মূল ভীত। সেই ক্রোধ ও রাগই এখনও ঝেড়ে ফেলতে সক্ষম হচ্ছে না তৃণমূল? সেই থেকেই এই পোস্টার? যদিও এই বিষয় প্রসঙ্গে বিজেপির তরফ থেকে এখনও কোনরকম প্রতিক্রিয়া আসেনি। 
{ads}

news Suvendu Adhikari BJP West Bengal সংবাদ

Last Updated :