header banner

'বাবা বিশ্বকর্মা পশ্চিমবঙ্গকে একটু দয়া করো'- শিল্প নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ শুভেন্দুর

article banner

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া:  শিল্পনগরী হলদিয়া বিশ্বকর্মা পূজা উদ্বোধন করতে গিয়ে রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারীর কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিককে তীব্র ভাষায় আক্রমণ করলেন। শনিবার সকালে শিল্পনগরী হলদিয়ার টাটা স্টিল কোম্পানি বিশ্বকর্মা পূজার শুভ উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া বিধায়ক তাপসী মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা। পুজো উদ্বোধন পর বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই সরকারের আমলে হলদিয়ার বিস্কুট কোম্পানি ছাড়াও রাজ্যের একাধিক কোম্পানি বন্ধ হয়েছে। এই সরকারের আমলে শুধুই বন্ধ হয়েছে। বাবা বিশ্বকর্মা পশ্চিমবঙ্গকে একটু দয়া করো। পাশাপাশি তৃণমূল নেতাদের কটাক্ষ ছুড়ে যান তিনি। তৃণমূলের মধ্যে ৮০ ভাগ লোক আমার সঙ্গে আছে ?  আমি ঠিক সময়ে সিগন্যাল দেবো। বাইরে থেকে বুঝতে পারবেন না। পুলিশকে কটাক্ষ করে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে ও হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পাণ্ডে দালালগুলো কিছু করতে পারবে না। কার্বাইড দিয়ে পাকানো মাল" 

{link}

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে চপ ও ঘুগনির ব্যবসা করতে!  হাইকোর্ট আছে বলে এখনোও মেধা যুক্ত যুবক যুবতীরা চাকুরি পাচ্ছে। রাজ্যে মাস্টার ডিগ্রি, অনার্স, শিক্ষিতরা কি করতে হবে খড়্গপুর থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে! হলদিয়ার বড় মাফের বিশ্বকর্মা পূজা হয় কোথাও দেখলাম না চপ ও ঘুগনির দোকান রয়েছে! সিআইডির ভূমিকা নিয়ে কার্যত খুব উগড়ে দেন বিরোধী দলনেতা। সিআইডি বেআইনি কাজকর্ম করছে। সিআইডি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগর। ভাইপোর কথায় চলছে। বাগযুদ্ধের নিত্য লড়াইয়ে পরস্পরের দিকে বান নিক্ষেপ করা অব্যাহত রইল বঙ্গের রাজনৈতিক মহলে। 
{ads}

news Suvendu Adhikari Industry West Bengal সংবাদ

Last Updated :