header banner

Sundarbans : বাঘ দেখতে গিয়ে পথভ্রষ্ট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : না বুঝে দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে ফেলেছিল সুন্দরবনের (Sundarbans) দুই বালক। বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েছিলেন দুই বন্ধু। অবশেষে সুন্দরবন থেকে উদ্ধার করে পুলিশ তার পরিবারের হাতে তুলে দিলেন। দুই নাবালক সুদূর সোনারপুর থেকে সুন্দরবনের কুলতলির মৈপিঠ কোস্টাল থানা এলাকায় এদিক-ওদিক ঘোরাফেরা করে।

{link}

সেই সময়ে টহলরত মৈপিঠ কোস্টাল থানার পুলিশের নজরে পড়ে দুই শিশুর এদিক-ওদিক তাকানো ও ঘোরাফেরা দেখে সন্দেহ হয় পুলিশের। তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায়।  সেখানে দীর্ঘক্ষণ ধরে তাদের জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়ির ঠিকানা জানতে পারে পুলিশ। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। জানা যায় পঞ্চম শ্রেণীর ছাত্র এবং চতুর্থ শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে (Sonarpur)। পরিবারের লোকজন আসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, কোনও কারণে ওরা দিক ভুল করে এদিকে চলে এসেছে।

{link}

এদিকে এসে নদী-খাল-বিল দেখে ওরা বুঝতে পারেনি এটা কোথায় এসেছে। এই প্রসঙ্গে এক স্থানীয় যুবক বলেন, এরা দুই বন্ধু সোনারপুর থেকে কীভাবে এই সুন্দরবনে চলে এল এটা একটা বড় প্রশ্ন। অনেকের মন্তব্য অতি উৎসাহে বাঘ দেখতে চলে এসেছে তারা। তবে ওদের চোখে মুখে আতঙ্কে ছাপ দেখা যাচ্ছিল এবং চারদিকে নদী জঙ্গল দেখে ওরা একটু ভয় পেয়ে গিয়েছিল। তবে ওদের ঘোরাঘুরি দেখে কয়েকজনের সন্দেহ হয় তারপর পুলিশকে খবর দেয় পুলিশ এসে ওই দুই ছাত্রকে উদ্ধার করে থানাতে নিয়ে যায়।

{ads}

News Breaking News Sundarbans সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article