header banner

পথচলতি মানুষকে সচেতনতার বার্তা দিতে বারুইপুরে সাইকেল নিয়ে পথে বিধায়িকা ও পুলিশ সুপার

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: মানুষকে সচেতন করতে এবার পথে নামলেন বিধায়িকা ও পুলিশ সুপার। 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' বার্তা নিয়ে সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করলেন বিধায়িকা ও পুলিশ সুপার। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার জন্য একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। উক্ত এই সাইকেল ভ্যালিতে সাইকেল চালান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলী মৈত্র ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রীমতি পুষ্পা। মানুষকে ট্রাফিক আইন অনুসরণ করে গাড়ি চালানোর জন্য মানুষকে অনুরোধ করেন তারা।

{link}

এই কর্মসূচী প্রসঙ্গে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা  লাভলি মৈত্র জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে মানুষকে সচেতন করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। সোনারপুর থানার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। মানুষর যাতে নিরাপদে থাকতে পারে সেই বিষয়টি নিয়ে সদাচিন্তিত পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন ও সোনারপুর থানার ট্রাফিক সব সময় মানুষের পাশে রয়েছে। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রীমতি পুষ্পা জানান, রাস্তায় সাধারণ মানুষ যাতে দুর্ঘটনার সম্মুখীন যাতে না হয় সেদিকে নজর দিয়ে মানুষকে সচেতন করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। সোনারপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাই । স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে পুলিশের এই উদ্যোগ অভিনব মানুষ যাতে রাস্তায় কোন দুর্ঘটনা বা বিপদের সম্মুখীন না হয় আগেভাগেই মানুষকে সচেতন করতে এই উদ্যোগ। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসীরা। প্রশাসনের উচ্চ পদাধিকারী দুজনকে এইভাবে রাস্তায় সকালবেলা সাইকেল চালাতে দেখে চমকেও উঠেছেন অনেকেই।

{ads}

news Baruipur South 24 Paragana West Bengal Safe Drive Save Life সংবাদ

Last Updated :