header banner

সারদা থেকে নারদা, সবেতেই 'কমন ফ্যাক্টর', চক্রান্ত নাকি অন্যকিছু ?

article banner

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কার্যত অন্যতম পরিচিত মুখ তিনি। সারদা কান্ডের ঝড় সামলে উঠতে না উঠতে আবার নারদা। পরিস্থিতি সামলে উঠতে পারবেন কতোটা? অসুস্থ হয়ে উঠেছে শরীর। সেই অবস্থাতেই সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি বললেন গভীর ষড়যন্ত্র চলছে। এই হার মেনে নিতে পারছে না। গণতন্ত্রের  নৃশংস হত্যা আগে কখনও দেখিনি। আজ, বুধবার এই ভাষাতেই কেন্দ্রকে নিশানা করলেন নারদকাণ্ডে ধৃত মদন মিত্র। এই পরিস্থিতিতে তৃণমূল কর্মীদের সতর্ক থাকার পরামর্শও দিলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী। 

{link}
নারদকাণ্ডে সোমবার সাতসকালে গ্রেপ্তার হন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তাঁর সঙ্গে এদিন সাত সকালে গ্রেফতার হন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং কলকাতার প্রাক্তন মহা নাগরিক শোভন চট্টোপাধ্যায়ও। অসুস্থ হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন মদন। এদিন উডবার্ন ওয়ার্ড থেকে মদনকে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান করাতে। তখনই মদন তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, সতর্ক থাকুন। গভীর ষড়যন্ত্র চলছে। এই হার মেনে নিতে পারছে না। গণতন্ত্রের নৃশংস হত্যা আগে কখনও দেখিনি। প্রাক্তন পরিবহণ মন্ত্রী বলেন, আমি অসুস্থ। ওপরওয়ালা আছেন। এই ষড়যন্ত্রের মোকাবিলা হবে।  

{link}
চার হেভিওয়েট গ্রেফতার হওয়ার পর মদন, ফিরহাদ, সুব্রত এবং শোভনকে জামিনের নির্দেশ দেয় নিম্ন আদালত। পরে কলকাতা হাইকোর্টে তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়ার পর চারজনকেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ বোধ করায় মঙ্গলবার ভোরে মদন, শোভন ও সুব্রতকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। অক্সিজেন কমে যাওয়ায় মদনকে অক্সিজেনও দিতে হয়। 

{link}
কেবল মদন নন, নারদকাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ধৃত বাকি তিনজনও। তবে মদনের মতো তাঁরাও ভরসা রাখছেন আইনের শাসনের ওপর। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্রমশই শারীরিক অবস্থা অবনতির দিকে। আজও আসেনি শুনানির কোন ফলাফল। কাল আবার হবে শুনানি, তারপরেও যদি বেল না মেলে, তবে কি হবে ? 
{ads}

Madan Mitra News Politics West Bengal Narada Scam Sarada Scam Feature মদন মিত্র সংবাদ রাজনীতি নারদা কান্ড

Last Updated :