header banner

'যে রোগের যেরকম মেডিসিন'- ডোমজুড় থেকে মন্তব্য মদন মিত্রের

article banner

যে রোগের যেরম মেডিসিন, নির্বাচনের দিন যদি দেখা যায় স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক লাগছে তাহলে তাই দেওয়া হবে। বুধবার ডোমজুড়ে একটি বাইক র্যা লিতে এসে রাজীব ব্যানার্জী সম্পর্কে এই উক্তি করলেন মদন মিত্র। এছাড়াও তিনি বলেছেন তৃনমূলে রাজীবকে যে সন্মান ও পদ দেওয়া হয়েছে বিজেপিতে তাকে ছিবড়ে করে ফেলে দেওয়া হবে বলে মনে করেন তিনি। ডোমজুড়ে কাজ করেছেন বলে দাবি করে থাকেন রাজীব ব্যানার্জী, এই প্রসঙ্গে তৃনমূলের এই নেতা বলেন আজ পর্যন্ত যা কাজ হয়েছে তা সবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তৃনমূল দল করেছে। কেউ একা কিছু করেনি। সামনের ভোটে খেলা হবে বলেও এদিন বলেছেন তিনি। 


মূলত আসছে দিনের সাথেই রাজ্য রাজনীতিতে ডোমজুড় অন্যতম এক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। ডোমজুড় থেকে রাজিব ব্যানার্জি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তার জেরে ডোমজুড় বিধানসভা এলাকায় নির্বাচনী কর্মসূচিতে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জিদের ঝাঁপাতে হচ্ছে ঘনোঘনো। কার্যত একুশের নির্বাচনে ডোমজুড় তৃনমূলের জন্যে প্রেস্টিজ ফাইট হয়ে উঠছে। এবং তৃনমূল যে এই সিট জয় করার উদ্দেশ্যে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তারই প্রমান পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। এখন ডোমজুড়ে ঘাসফুল ফোঁটে কি না তাই দেখার। 
 

{ads}

Madan Mitra Domjur TMC Rajib Banerjee BJP Election Politics West Bengal India

Last Updated :