header banner

Vote: উপ নির্বাচনে মাদারিহাট বেশ উত্তপ্ত হয়ে ওঠে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রত্যাশিত মতোই বেলা বাড়লেই শুরু হয় গন্ডগোল। নৈহাটি, হারোয়া সহ মাদারিহাট বেশ উত্তপ্ত হয়ে ওঠে। মাদারিহাটে তো বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর হলো। মাদারিহাটে উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা। মুজনাই চা বাগানে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি আটকে বিক্ষোভ জনসাধারণের।

{link}

যদিও, বিজেপি প্রার্থীর দাবি এটা বিক্ষোভ নয়। তৃণমূলের দাদাগিরি। একদম যাকে বলে রীতিমতো মস্তানি, সেই ঢংয়েই শুরু হয় প্রতিবাদ। আর তার পরে ভেঙে ফেলা হয় তার গাড়ির কাচ।যথারীতি তৃণমূল এই বিষয়কে সাধারণ মানুষের রোষ বলে দায় সারতে চেয়েছেন। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়েছে তৃণমূল।এলাকাবাসীর দাবি, এলাকায় কোনও উন্নয়ন হয়নি। সেই কারণে গাড়ি নিয়ে বেরতেই ঘিরে ধরে উত্তেজিত জনতা।

{link}

আর তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিষয়টি নিয়ে রাহুল লোহার বলেন, “তৃণমূল জানে শান্তিমতো ভোট হলে ওরা হেরে যাবে। বিজেপি সব ভোট পাবে।” দু'পক্ষের বাগবিতান্ডায় উত্তেজিত হয়ে ওঠে এলাকা।

{ads}

news breaking news vote selection Madarihat West Bengal politics politician সংবাদ

Last Updated :