header banner

Madhuparna Thakur : বিধান সভা থেকে ছুটলেন পরীক্ষা দিতে মধুপর্ণা

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিধান সভার সবচেয়ে ছোট তৃণমূল বিধায়ক (Trinamool MLA) মধুপর্ণা । এখনো কলেজের গন্ডি পাড় হয় নি। শুক্রবার অধিবেশন ছিল বিধান সভায়। সময় মতো কলকাতা পৌঁছেছিলেন মধুপর্ণা। অধিবেশনে যোগ দেন তিনি। তারপরই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লেন। আইটি পরীক্ষা দেওয়ার জন্য ছুটলেন বনগাঁয়।

{link}

এ দিন বেরনোর আগে মধুপর্ণা বলেন, “এখন হাবড়া যেতে হবে আমায়। আজ কম্পিউটার পরীক্ষা রয়েছে। এটা দিলেই শেষ হবে। আমি দু’টোই ব্যালেন্স করার চেষ্টা করছি। পড়াশোনার পাশাপাশি রাজনীতিও করছি। দুটোকে সমান ভাবে গুরুত্ব দিলে কোনও অসুবিধা হবে না।” সকলেই ওর দিকে তাকিয়ে হাসছে। ওকে শুভেচ্ছা জানাচ্ছে। সদ্য সমাপ্ত হয়েছে উপভোট। বাগদা উপনির্বাচনে ৩৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)।

{link}

বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক তিনি। তবে মধুপর্ণা এখনও পড়ুয়া। কলেজে পড়েন তিনি। বাগদা উপনির্বাচনে ২৫ বয়সী মধুপর্ণার উপর আস্থা রেখেছিল তৃণমূল। খোদ রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তাঁর হয়ে হাতজোর করে ভোটে ভিক্ষা করেছিলেন। বলেছিলেন,”মধুপর্ণা বাচ্চা মেয়ে। এলাকায় ছুটে বেরিয়ে কাজ করবে। আর যদি না হয় দু’বছর পর বদলে দেবেন।” ভোটের সময় দেখা যায় মধুপর্ণা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়ান। বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন। মানুষের মন জয়ের চেষ্টা করেন।

{ads}

News Breaking News Trinamool MLA Madhuparna Thakur West Bengal Mamata Banerjee CM TMC Bangaon Student Exam IT Exam Kolkata College Student Election Election 2024 Lok Sabha Election P

Last Updated :