header banner

বর্ধমানে এবছরও ধুমধাম করে পালন হল মাহাবীর জয়ন্তী

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: মহাবীর জয়ন্তী উপলক্ষে বর্ধমান শহরে শোভাযাত্রার মাধ্যমে এই সোমবার পালিত হল মহাবীর জয়ন্তী। সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের বিভিন্ন সমাজের মানুষজন। বর্ধমান টাউন হল থেকে শুরু করে পাঞ্জাবী পাড়া হয়ে সর্মাংলা পাড়া পর্যন্ত, এই শোভাযাত্রাটি হয়ে থাকে। যদিও এই পরম্পরা বহু বছরের কিন্তু বর্ধমান শহরে গত ১০ বছর ধরে এই শোভাযাত্রাটি হয়ে থাকে। শোভাযাত্রার শেষে মন্দিরে স্নান যাত্রা আয়োজন করা হয় এবং সেখানে মহিলা পুরুষ উভয় অংশগ্রহণ করেন। 
{link}
মূলত বর্ধমানের জৈন ধর্মের মানুষরা উদ্যোগ নিয়ে এই শোভাযাত্রাটি আয়োজন করে থাকেন উদ্যোক্তারা জানান যে তারা প্রতিবছরই ধুমধাম সহকারে এই শোভাযাত্রা করে থাকেন। একইভাবে এবারেও করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, সমাজসেবী জয়দেব মুখার্জি সহ বিশিষ্ট মানুষজন। সেখানে ভোগ বিতরণ ও হয় এবং বসে খাওয়ানোও হয়। বহু মানুষ এসেছিলেন এবারেও এই অন্নভোগে।
{ads} 

West Bengal Burdwan Mahavir Jayanti News সংবাদ

Last Updated :