header banner

মুর্শিদাবাদে নিহত মনিরুলের দেহ আনতে উপস্থিত মহুয়া মিত্র, পুলিশে উপর আস্থা রাখার বার্তা

article banner

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল নেতার মৃতদেহ নিতে আসলেন সাংসদ মহুয়া মৈত্র ও বিধায়ক তাপস সাহা। গতকালের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে খুন হওয়া তৃণমূল নেতা মতিউর শেখের মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা ছিল। সেই মৃতদেহ নিতে আসেন কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র ও তেহট্ট বিধায়ক তাপস সাহা। 

{link}
শুক্রবার সকালে তারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে এসে পরিবারের লোকজনদের সাথে দেখা করেন। সাংসদ বলেন এই ঘটনা খুব লজ্জাজনক ঘটনা আমি জেলা পুলিশ সুপারকে বলেছি দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে। অন্যদিকে তাপস সাহা বলেন, যারা এই খুনের ঘটনার পিছনে আছে তারা গত বিধানসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য সিপিএম এবং বিজেপিকে সাহায্য করেছিল। আমরা বারবার থানারপাড়া থানার পুলিশকে এই ঘটনা কথা জানিয়েছিলাম এমনকি দল কেউ জানিয়েছিলাম কিন্তু কোন ব্যবস্থা না হওয়াতে আজ এই ঘটনা ঘটেছে। মৃতদেহ ময়না তদন্ত শেষ করে করিমপুর এর উদ্দেশ্যে রওনা দিলে শব বাহী গাড়ির সঙ্গে সঙ্গে বিধায়ক ও সাংসদ করিমপুর উদ্দেশ্য রওনা দেন। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানানো হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। 
{ads}

news Murshidabad Mahua Mitra Murder West Bengal সংবাদ

Last Updated :