header banner

মাঝেরহাট ব্রীজে ফের চোখে পড়তে পারে চলতি গাড়ীর হাট...

দুর্ঘটনার প্রায় দু বছর বছর পর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই খুলতে চলেছে মাঝেরহাট ব্রীজ।  বুধবার মাঝেরহাট ব্রীজ পরিদর্শন করার পর এইরূপ তথ্য প্রদান করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও বুধবার  ব্রীজ পরিদর্শন করার পর তিনি বলেন, তিনি প্রতি বুধবার এই ব্রীজ পরিদর্শনে আসেন। সেহেতু আজও তিনি এসেছিলেন এবং তার সাথে অন্যান্য অফিসাররাও ছিলেন। এই মাঝেরহাট ব্রীজ যেভাবে তৈরি হয়েছে, সে ধরনের ব্রীজ তৈরি হতে সময় লাগে ২৪ মাস। কিন্তু এই ব্রীজ খুবই দ্রুত তৈরি করা হয়েছে। মাঝখানে করোনার জন্য এবং রেলের পক্ষ থেকে ছাড় না পাওয়ায় বেশ কিছুদিন বন্ধ ছিল ব্রীজের কাজ। তা সত্ত্বেও দ্রুতভাবেই সম্পন্ন হয়েছে মাঝেরহাট ব্রীজের ৯৮ শতাংশ কাজ। বাকি ২  শতাংশের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হয়ে আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঝেরহাট খুলে যাবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য বিষয় ২০১৮ সালের সেপটেম্বর মাসের চার তারিখে বিকেল ৪টে ৪৫ নাগাত কলকাতার বুকে ভয়ংকর মাঝেরহাট ব্রীজ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। যেখানে মৃত্যু হয় তিন জনের এবং বহু মানুষ আহত হন। সেই দুর্ঘটনার পর আবার পুনঃনির্মান শুরু হয় কলকাতার অন্যতম ব্যাস্ত এই সেতুর। যার বিকল্প হিসাবে যে রাস্তা সরকারের পক্ষ  থেকে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যাতায়াত বেশ অসুবিধা ও সময়সাপেক্ষ। মাঝেরহাট সেতু খুলে গেলে একইসাথে বহু সমস্যার সমাধান আসবে কলকাতার মানুষের কাছে। সাথে যাতায়াতের ক্ষেত্রে অতীতের অভিজ্ঞতার একটা অতঙ্কও কাজ করার সম্ভাবনা রয়েছে মানুষের মধ্যে।
{ads}

Majherhat Bridge Reopen Kolkata West Bengal

Last Updated :