header banner

নির্বাচনের মুখে বড় দলবদল মালদা জেলায়

article banner

নির্বাচনের মুখে এবার বড় দলবদল মালদা জেলায়। আজ তৃণমূল মালদা জেলার এক ঝাঁক নেতানেত্রী। নির্বাচনের আগে এমন রদবদল ঘিরে রীতিমতো জেলাজুড়ে শোরগোল পড়েছে। কার্যত হাওড়ার মতোই মালদারও প্রায় একই চিত্র এসে ধরা দিচ্ছে নির্বাচনের আগে। 


মালদা জেলা পরিষদের ১৫ জন তৃনমূল সদস্য আজ কলকাতায় বিজেপিতে যোগ দিয়েছেন। মালদা জেলা পরিষদে বিজেপির সদস্য সংখ্যা ৬, ইতিমধ্যেই মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য উজ্জল চৌধুরি যোগদান করেছেন তৃনমূলে । তাই সদ্য নিযুক্ত উজ্জ্বল চৌধুরীকে বাদ দিলেও মালদা জেলা পরিষদে বিজেপির হাতে পাঁচ সদস্য রয়েছে। অর্থাৎ মোট কুড়ি জনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মালদা জেলা পরিষদ দখলের পথে বিজেপি।


আজ বিজেপিতে যোগ দিয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, হবিবপুর বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরলা মূর্মূ সহ একাধিক নেতৃত্বের নাম। ইতিমধ্যে হবিবপুর বিধানসভা এলাকায় সরলা মুর্মুর সমর্থনে দেওয়াল লিখন গুলো মুছে দিতে শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীরা। রাজ্য তৃণমূলের তরফে ইতিমধ্যে হবিবপুর বিধানসভা প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সদ্য তৃণমূলে যোগদান কারী প্রদীপ বাস্কের নাম ঘোষণা করেছে তৃণমূল।


যার ফলে একথা স্পষ্ট যে মালদহে নিজেদের জমি আজ অনেকটাই শক্ত করে নিল বিজেপি। সাথে সাথে সরে গেল কিছুটা হলেও তৃনমূলের পায়ের তলার জমি। সামনের নির্বাচনের আগে আসতে থাকা দিনের সাথে নিজেদের শক্তিবৃদ্ধি করেই চলেছে বিজেপি। রাজনৈতিক থেকে সদস্যের উপস্থিতি সব দিক থেকেই শক্তিতে তারা এগিয়ে যাচ্ছে রাজ্যের শাষকদলের থেকে। তবে কি বিধানসভা নির্বাচনে গেরুয়া ফুল ফোঁটা শুধুই সময়ের অপেক্ষা?

 

{ads}
 

Malda Election Assembly Election West Bengal Assembly Election 2021 BJP TMC Politics West Bengal India

Last Updated :