header banner

অ্যাডিনো ভাইরাসের আতঙ্কে এবার কাঁপছে মালদহও

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদা: করোনা ভাইরাসের পর রাজ্য জুড়ে ফের নতুন অ্যাডিনো ভাইরাসের মাথা চাড়া দেওয়ায় রীতিমতো উদ্বেগে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের বহু হাসপাতালে ইতিমধ্যে অ্যাডিনো ভাইরাসের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুরা ভর্তি হাসপাতালে এমনকি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত স্বাস্থ্য দপ্তর। তবে এখনও পর্যন্ত মালদা জেলায় অ্যাডিনো ভাইরাসে কোনো শিশু আক্রান্ত না হলেও জ্বর, সর্দি কাশি উপসর্গ নিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বহু শিশু। এই বিষয় নিয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী তৎপর মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। যথেষ্ট তৎপর মেডিকেল কলেজের চিকিৎসকরা।

{link}

তবে উল্টোদিকে ভর্তি থাকা শিশুর আত্মীয়রা জানিয়েছেন গ্রামীণ হাসপাতালে পরিষেবা তেমন তারা পাচ্ছেন না। চিকিৎসকরা রেফার করে দিচ্ছেন মেডিকেল কলেজ হাসপাতালে। আর এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়রানি হচ্ছেন রোগী ও পরিজনেরা। সরকারি হাসপাতালগুলির বাইরে যেভাবে কোলে নিজেদের সন্তানদের আঁকড়ে ধরে ছুটতে হচ্ছে তাদের পরিবার পরিজন ও মা-বাবা দের, তা সত্যিই ভয় ধরিয়ে দেওয়া। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, তাই চাইছেন সকলে। 

{ads}

news Maldah Adeno Virus West Bengal সংবাদ

Last Updated :