শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাধের জগন্নাথ মন্দির। এবার প্রথম রথযাত্রা (Ratha Yatra) উৎসব। মুখ্যমন্ত্রী নিজে রথের দড়ি টেনে উদ্বোধন করবেন। স্বাভাবিক কারণেই সকলেই ব্যস্ত। খোদ মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে। সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ।
{link}
দিঘার রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে রাস্তায় থাকবে কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের সঙ্গে রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের দশ জন সার্জেন্টকে পাঠানো হচ্ছে দিঘায়। আগামিকাল অর্থাৎ ২৫ তারিখ সকালে কলকাতা থেকে দিঘার উদ্দেশ্যে নিজেদের গাড়ি (বাইক) নিয়ে রওনা হবেন এই দশজন সার্জেন্ট।
{link}
আগামী ২৭ জুন পর্যন্ত এই তাঁরা দিঘাতেই ডিউটি করবেন। সম্পূর্ণ নতুন সাজে সেজে উঠেছে দিঘা। পূর্ব মেদিনীপুর প্রশাসন থেকে শুরু করে রাজ্যের বড়ো বড়ো আধিকারিকরা চূড়ান্ত তৎপর। রথযাত্রা উৎসবে মুখ্যমন্ত্রী নিজে দিঘায় উপস্থিত থাকবেন। পাশাপশি প্রচুর ভক্ত সমাগম হবে বলেই অনুমান পুলিশ কর্তাদের। সেই কারণে যানজট যাতে তৈরি না হয়, সুষ্ঠভাবে যাতে ট্রাফিক পরিচালিত হয় সেই উদ্দেশ্যেই এই বিশেষ ব্যবস্থা বলেই সূত্রের খবর। কলকাতা পুলিশ সূত্রে খবর, যে দশজন সার্জেন্ট যাবেন দিঘায়, তাঁরা আবার ২৮ তারিখ কলকাতায় ফিরে আসবেন।
{ads}