header banner

Mamata Banerjee : যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব মমতার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রশ্ন উঠেছে - সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় একদিকে আবার মুখ্যমন্ত্রীর বক্তব্য বিপরীত দিকে! কোনটা গ্রহণযোগ্য? আর কিসের ভিত্তিতেই বা মমতা এই কথা বললেন? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে ডেকে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যারা যোগ্য, তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব নিলেন মমতা (Mamata Banerjee)।

{link}

২ মাসের মধ্যে বিকল্প ব্যবস্থার আশ্বাস মমতার। আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে।" কিন্তু কীভাবে? যতক্ষণ তারা যোগ্য অযোগ্য আলাদা লিস্ট আদালতে না দেবেন, ততক্ষণ তো আদালত রায়ের পুনঃরবিবেচনা করবে না। আর অযোগ্যদের তালিকা প্রকাশ করলে বাংলায় গৃহযুদ্ধ বেঁধে যাবে!

{link}

চাকরিহারা শিক্ষকদের স্বেচ্ছায় কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, "আপনারা কি এখনও বরখাস্তের নোটিস পেয়েছেন? চাকরি করুন না। স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন।" যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না বলে আশ্বাস মমতার। মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্যের তালিকা রাজ্যের হাতে তুলে দিক, দাবি মমতার। তিনি বলেন, "সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিক। শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার কারও নেই।" এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী চাকরিহারাদের নিয়ে নানা কথা বলেছিলেন। এমন কি  অতিরিক্ত পদ মন্ত্রীসভাকে দিয়ে অনুমোদন করিয়েছিলেন - যা সম্পূর্ণ বেআইনি। এখন দেখার দুমাস পড়ে কি হয়!!

{ads}

 

News Breaking News Mamata Banerjee SSC Case Supreme Court সংবাদ

Last Updated :