header banner

CM : জল চুরি নিয়ে কড়া বার্তা মমতার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার মুখ্যমন্ত্রী (CM) বীরভূমের ডি এমের সঙ্গে ভিডিও কনফারেন্স করে অনেক কথা বলেন। সেখানেই তিনি প্রশ্ন তোলেন জল চুরি প্রসঙ্গ। বেনিয়ম আটকাতে জলস্বপ্ন প্রকল্পে আগাম টাকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ( Mamata Banerjee)। সাফ জানালেন, কাজ শেষ রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনও টাকা দেওয়া হবে না।

{link}

পাশাপাশি এক ঠিকাদারকে কেন একাধিক বরাত তা নিয়ে প্রশ্ন তুললেন। রীতিমতো ধমক দিলেন আধিকারিকদের। শোকজ করা হয়েছে ২৩ জনকে। মুখ্যমন্ত্রীর প্ৰিয় প্রকল্প গুলোর মধ্যে অন্যতম 'জলস্বপ্ন প্রকল্প।' সেখানে কোনো দুর্নীতি হলে টা তিনি কিছুতেই মেনে নেবেন না। কলের অভাব নেই, কিন্তু জলের অভাব - এই অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে বার বার এসেছে। সোমবার PHE দপ্তরের সঙ্গে বৈঠকে জলস্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১১ হাজার ২০০ অভিযোগ জমা পড়েছে। ৫০০ এফআইআর হয়েছে। এর পরই পিএইচই দপ্তরের আধিকারিকদের রীতিমতো ধমক দিলেন তিনি।

{link}

প্রশ্ন তুললেন, কেন একজন ঠিকাদারকে একাধিক বরাত? কেন নিয়োগ করা হয়নি পাম্প অপারেটর? এর পরই মুখ্যমন্ত্রী বলেন, জল উঠবে না জেনেও একাধিক জায়গায় কল বসানো হয়েছে। কেন? প্রশ্ন তুললেন তিনি। স্বাভাবিক কারণেই আধিকারিকরা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেন নি। তিনি স্পষ্ট করে বলেন, কোনোভাবেই তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। এহেন একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই জলস্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে কড়া পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী। সাফ বললেন, এর পর থেকে কাজ শেষে রিপোর্ট পেশ করলে তার পরই মিলবে টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছে, কারচুপি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করেছে প্রশাসন। ২৩ জন আধিকারিককে পাশাপাশি ৩৭৩ ঠিকাদার সংস্থাকে শোকজ করা হয়েছে।

{ads}

News Breaking News CM Mamata Banerjee West Bengal সংবাদ

Last Updated :