header banner

Birbhum : বীরভূমে মমতা-অনুব্রতের গোপন বৈঠক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রবিবার বিকেলেই মুখ্যমন্ত্রী পোঁছেযান বীরভূম (Birbhum)। বীরভূমে তাঁর একাধিক কর্মসূচি আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বীরভূম গেছেন একাধিক নেতা। বহুদিন পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) একান্ত বৈঠক করলেন। রবিবার বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের মধ্যে প্রায় দশ মিনিটের বৈঠক হয়।

{link}

এখন এই বৈঠক ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নানুর দিবস’ উপলক্ষে দু’দিনের সফরে রবিবার বিকেলে বীরভূমের রাঙাবিতানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব ফিরহাদ হাকিম, মলয় ঘটক, আশিস বন্দ্যোপাধ্যায় সহ জেলা সভাপতি কাজল শেখ। নেত্রী তাঁদের সঙ্গে কিছুটা সময় কথা বলেন। তারপরেই অতিথি নিবাসে হাজির হন বীরভূমের বিতর্কিত প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। দলীয় সূত্রের দাবি, নেত্রী তাঁদের ভিতরে ডাকেন এবং কেষ্টর সঙ্গে হয় দশ মিনিটের একান্ত বৈঠক।

{link}

বৈঠকের বিষয়বস্তু নিয়ে কেউ মুখ খোলেননি। উল্লেখ্য, ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে কেষ্টকে দেখা যায়নি। যদিও অনুব্রতের যুক্তি ছিল, তিনি সভাস্থলে ছিলেন, কিন্তু গরমের জন্য পাশের তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। আজ নানুর দিবস উপলক্ষে পদযাত্রা করবেন মমতা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বা পদযাত্রায় কেষ্টকে দেখা যাবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

{ads}

 

News Breaking News Birbhum Mamata Banerjee Anubrata Mondal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article