header banner

'দু-তিন দিনের মধ্যেই ফিরব.. সকলে শান্ত থাকুন'-হাসপাতাল থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

article banner

শরীর যে যথেষ্ট ভেঙে পড়েছে, তা বোধগম্য হচ্ছে গলার আওয়াজ শুনেও। পায়ে চোট, হয়েছে প্লাস্টার, শরীরের যন্ত্রনার ছাপ চোখে মুখে স্পষ্ট। কথা বলতেও যথেষ্ট অসুবিধা হচ্ছে, এহেন অবস্থাতেই সমস্ত কিছু কে সহ্য করেই হাসপাতাল থেকে নিজের অনুগামীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন “শান্ত ও সংযত থাকার”। বৃহস্পতিবার দুপুরে যন্ত্রনাবদ্ধ অবস্থাতেই কাঁপা কাঁপা গলায় তিনি আরও বলেন, পায়ে খুব ব্যাথা আছে, মাথাতে এবং বুকে গতকাল রাতে খুবই ব্যাথা অনুভব করেছেন তিনি। রাজ্যের সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

{ads}

উল্লেখ্য বিষয় কাল নন্দীগ্রামে প্রচার করার সময় আঘাতপ্রাপ্ত হন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি তাকে ফিরিয়ে নিয়ে এসে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন আছেন মুখ্যমন্ত্রী। তার চিকিৎসার জন্য গঠিত হয়েছে নয় সদস্যের মেডিকেল টিম। তাদের পর্যবেক্ষনেই ৪৮ ঘন্টা থাকবেন তিনি। 
 

শুনে নিন তার বক্তব্যঃ

{ads}

Mamata Banerjee CM TMC Mamata Banerjee Accident News latest News Breaking News Election TMC West Bengal SSKM India Politics News

Last Updated :