header banner

নন্দীগ্রামে গুরুতর আঘাতপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, অভিযোগ 'ইচ্ছাকৃত'

article banner

নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেই আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার প্রচারে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি। এমনকি শুধু আঘাত নয়, এককথায় যাকে বলা চলে গুরুতর আঘাত পেয়ছেন তিনি। এই সময়ে যা খবর পাওয়া যাচ্ছে, রীতিমত অসুস্থ তিনি এমনকি কাল মুখ্যমন্ত্রীর ফেরার কথা ছিল কিন্তু এই দুর্ঘটনার কারনে আজই কলকাতায় ফিরে আসছেন তিনি।


ঠিক কি হয়েছিল? সূত্রের খবর আজ সারাদিনই নন্দীগ্রামে বিভিন্ন মন্দিরে যাওয়ার কর্মসূচি ছিল দিদির। এহেন এক স্থানীয় মন্দিরেই গাড়ি দাঁড় করিয়ে প্রনাম করছিলেন তিনি। এহেন সময়েই চার পাঁচ জন ইচ্ছাকৃতভাবে এসে গাড়ির দরজা বন্ধ করে দেয়। সেসময় তার একটি পা গাড়ির বাইরে ছিল। সেই দরজার ধাক্কাতেই পায়ে আঘাত পান তিনি। প্রথমে তিনি কিছুটা সামলে নেওয়ার চেষ্টা করলেও পরে যন্ত্রনায় কাতর হয়ে পড়েন তিনি। তারপরেই আর দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযাই তিনি তার সমস্ত কর্মসূচি বাতিল করে আজই কলকাতায় ফিরছেন। তবে তার পা ভেঙেছে কি না, সেই বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। 

{ads}
 

Mamata Banerjee Chief Minister Harmed Attacked Injured Nandirgam TMC Trinamool Congress Election West Bengal India

Last Updated :