header banner

মঞ্চে উঠতেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি, বক্তব্য রাখলেন না ‘অপমানিত’ মুখ্যমন্ত্রী

article banner


নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও রাজনীতির কালো দাগ। অত্যন্ত সুন্দর সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল আজকের ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান। মঞ্চে মুখ্যমন্ত্রি মমতা ব্যানার্জি কে বক্তব্য রাখতে ডাকা হলে তিনি মঞ্চে ওঠার সময় দর্শকদের মধ্যে থেকে জয় শ্রী রাম ধ্বনি শোনা যায়। মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়। আমি মনে করি এভাবে কাউকে মঞ্চে ডেকে অপমান করা উচিত নয়। তারপরেই কলকাতায় অনুষ্ঠান এই অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মঞ্চ থেকে নেমে যান তিনি। প্রতিবাদে কোন বক্তব্য রাখনেনি তিনি।

 
নেতাজির ১২৫ তম জন্মদিনের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে রাজনৈতিক দাগ লাগানো টা কি খুব  প্রয়োজন ছিল? প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের মানুষ সহ রাজনৈতিক ব্যাক্তিত্বেরা।   

{ads}

Mamata Banerje Chief Minister of West Bengal Netaji Netaji Subhas Chandra Bose 125th Birthday Celebration Narendra Modi Prime Minister of India Victoria Memorial Politics TMC BJP West Benga

Last Updated :